ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিংয়ে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৯, মার্চ ৩, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা ও পর্যটনের পরিকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের ওপর জোর দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

দার্জিলিং সফরে কালিম্পংয়ের ডেলো অতিথি নিবাসে পর্যটন আধিকারিক ও জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠকে করেছেন মুখ্যমন্ত্রী।



ওই বৈঠকে ছিলেন পর্যটন দফতরের বিশেষ সচিব রাঘবেন্দ্র সিংহ, ডিজিসিএ-র প্রশাসক অনিল বর্মা, দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহন।

রাজ্যের পর্যটনের উন্নতির জন্য ইতিমধ্যেই একটি টাস্কফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী।   ওই কমিটিকে ১ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একটি মেগা ট্যুরিজম প্ল্যান তৈরির সিদ্ধান্তও হয়েছে এই বৈঠকে।

দার্জিলিং থেকে কালিম্পং আসার পথে বেশ কয়েকটি জায়াগায় নেমে পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কোনো কোনো এলাকায় নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় তার একটি তালিকা পর্যটন কর্তাদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।

ঠিক হয়েছে, ডুয়ার্সের তিনটি জায়গায় ট্যুরিজম পার্ক তৈরি হবে।   মিরিক, সান্দাকফু ও ডেলোতে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পিপিপি মডেলে গড়ে তোলা হবে আরো পর্যটন কেন্দ্র।   মিরিকে হবে মার্কেটিং ও ফ্লাওয়ার প্রসেসিং জোন।

কালিম্পংয়ে রবীন্দ্র স্মৃতিবিজড়িত ভবন চিত্রভানু ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী।   রাজ্য সরকার সেখানে সংগ্রহশালা গড়ে তোলার বিষয়ে চিন্তাভাবনা করছে।   কালিম্পংয়ে ক্যাকটাসের বেশ কয়েকটি নার্সারিও ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।