ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

মনমোহনের নির্দেশে ফারাক্কা ব্যারেজে কেন্দ্রীয় প্রতিনিধিদল

রক্তিম দাশ, ব্যুরো চিফ, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, ফেব্রুয়ারি ২৬, ২০১২

কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নির্দেশে গঠিত ফারাক্কা ব্যারেজের ভাঙা লকগেট সারাইয়ের কাজ খতিয়ে  দেখার জন্য গঠিত কেন্দ্রীয় প্রতিনিধিদল রোববার মুশির্দাবাদ জেলার গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজ পরির্দশন করলেন।

রোববার সকালে কলকাতা থেকে ভারতের পানি সম্পদ কমিশনের চেয়ারম্যান আর সি ঝার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে যান।

তারা বেশ কিছুক্ষণ ধরে ব্যারেজ এলাকা ঘুরে দেখেন। কথা বলেন লকগেট মেরামতের কাজে নিয়োজিত প্রকৌশলীদের সঙ্গে।

গত ২৩ ফেব্রুয়ারির মধ্যে ব্যারেজের ভেঙে যাওয়া ১৩ ও ১৬ নম্বর লকগেট ২টির মেরামতের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ হয়নি।

সেই কাজ খতিয়ে দেখে আর সি ঝা বলেন, ‘ব্যারেজটি পুরনো হওয়ায় খুব সাবধানে কাজ করতে হচ্ছে। ফলে কাজ শেষ করতে দেরি হচ্ছে। তবে দ্রুতই কাজ শেষ করার চেষ্টা চলছে।

ভারতের পানি সম্পদ কমিশনের সূত্রে জানা গেছে, কাজ শেষ না-হওয়া পর্যন্ত প্রতিনিধিদলের কয়েকজন সদস্য ফরাক্কায় থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই নয়াদিল্লিকে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন, আধিকারিকদের গাফিলতির কারণে ফারাক্কা ব্যারেজে ২টি লকগেট ভেঙে গিয়ে বাংলাদেশে বেশি পানি চলে যাচ্ছে। এর কারণে হলদিয়া ও কলকাতা বন্দরে নাবত্য কমে গেছে। সেই সঙ্গে কলকাতার পানীয় জল সরবারহ ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।