ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

মাওবাদীদের সঙ্গে সরকারের মধ্যস্থতাকারীদের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, নভেম্বর ২৮, ২০১১

কলকাতা: কিষেণজির মৃত্যুর পর মাওবাদীদের সঙ্গে সরকারের মধ্যস্থতাকারীরা সোমবার পদত্যাগ করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তারা আর মধ্যস্থতা করবেন না।



এদিন মানবধিকার কর্মী সুজাত ভদ্রসহ আরও ৫ জন এ চিঠিতে স্বাক্ষর করেন।

কিষেণজির মৃত্যু এবং সুচিত্রা মাহাতোর নিখোঁজ হওয়ায় মানবাধিকার কর্মীরা স্তম্ভিত। কারণ জওয়ানদের দিয়ে যে কাজ মুখ্যমন্ত্রী করিয়েছেন তাতে যে তাদের মত নেই তা তাদের আজকের চিঠি থেকেই পরিষ্কার।

‘যে কোনও মৃত্যুই দুঃখের’ বলে মুখ্যমন্ত্রী যেভাবে শান্তি প্রক্রিয়া শুরু করতে চাইলেন, এটা বোধ হয় মানবাধিকার কর্মীরা মেনে নিতে পারেননি।

সুজাত ভদ্র তাই তাদের অসহায়তার কথা জানিয়ে বলেন, পরিস্থিতির চাপে পড়ে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। ‘

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।