ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

মুম্বাইয়ের দুটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, নভেম্বর ২৬, ২০১১
মুম্বাইয়ের দুটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড

কলকাতা: ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের মহম্মদ আলি রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সারা-সাহারা ও মনীশ মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার খুব ভোরে এই আগুন লাগে।

সাহারা মলে প্রথমে আগুন লাগে তারপরে মুহূর্তের মধ্যে তা অন্য মার্কেটে ছড়িয়ে পড়ে। দক্ষিণ মুম্বাইয়ের এই মার্কেটে ৩০০টি ইলেকট্রিকের দোকান এবং কসমেটিকসের দোকান রয়েছে। অনুমান করা হচ্ছে ভেতরে সব পুড়ে ছাই হয়ে গেছে।

দমকলের ২০টি ইঞ্জিন আসে আগুন নেভাতে। তাদের চেষ্টায় সাহারা মার্কেটের আগুন আয়ত্তে আসে। মনীশ মার্কেটের আগুন নেভানোর চেষ্টা চলেছে। ক্ষয়ক্ষতির পরিমান অনেক হলেও প্রাণহানির কোন খবর নেই।

ভারতীয় সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।