ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

মাত্র এক আনায় রাজ্য চলছে বললেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, নভেম্বর ২৬, ২০১১
মাত্র এক আনায় রাজ্য চলছে বললেন মমতা

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যের কোষাগারে টাকা নেই বলছেন, আবার এরই মধ্যে রাজ্যে লন্ডন, গোয়া, সুইজারল্যান্ড বানানোর স্বপ্নও দেখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার রাতে পিকনিক গার্ডেনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে এসে সাবেক বাম সরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এক আনায় রাজ্য চলছে।

এক টাকার মধ্যে ৯৪ পয়সা তো চলে যাচ্ছে ঋণের সুদ মেটাতে। বাকি ৬ পয়সায় বঙ্গবিভূষণ পুরস্কার, মাদ্রাসাগুলির উন্নয়ন, জঙ্গলমহলে খাদ্য সব করতে হচ্ছে। ’

তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি এক আনা দিয়ে যদি কেউ এসব কাজ করতে পারেন তাহলে নিজের কানটা কেটে দিয়ে চলে যাব। তারই মধ্যে ছয় মাসে যা যা করবো বলেছিলাম করেছি। ১৬টা শিল্প হয়েছে। ’

তিনি আরও বলেন, ৫৬ হাজার কোটি রুপি বিনিয়োগ হয়েছে এই সময়ে। সেল চিঠি দিয়েছে, সিঙ্গুরে মেট্রো রেলের কারখানা করবে তারা। কলকাতা হবে লন্ডন, দীঘা হবে গোয়া আর তরাই এবং ডুয়ার্সকে ঘিরে তৈরি হবে সুইজারল্যান্ড।

এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গকে মডেল করতে চাইছে। এদিনের জনসভায় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুব্রত বক্সিও বক্তব্য রাখেন।

ভারতীয় সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।