ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আবার গোর্খাল্যান্ডের দাবি তুলছে জনমুক্তি মোর্চা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, নভেম্বর ২৩, ২০১১

কলকাতা: এবার দলের যুব সংগঠনকে সামনে রেখে আবারও গোর্খাল্যান্ড রাজ্যের দাবি নিয়ে আন্দোলনে নামছে দার্জিলিংয়ের জনমুক্তি মোর্চা।

গত সোমবার উত্তরপ্রদেশের বিধানসভা সংশ্লিষ্ট রাজ্যকে ভাগ করার প্রস্তাব পাশ হওয়ার পরই বুধবার মোর্চার যুব সংগঠন যুব মোর্চার তরফে দাবি তোলা হয়েছে, ভারতে যদি কোনও নতুন রাজ্যের জন্ম হয় তাহলে প্রথমেই গড়তে হবে গোর্খাল্যান্ড।



এ দাবিকে সামনে রেখে আগামী ১৮ ডিসেম্বর পাহাড়ের মংপু শহরে জনসভা করতে চলেছে যুব মোর্চা। এ সভাতে কর্মসূচি ঘোষণা করবেন মোর্চার সভাপতি বিমল গুরুং।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে পাহাড় নিয়ে জিটিএ চুক্তির পর আবার গোর্খাল্যান্ডের দাবি তোলার বিষয়ে মোর্চার অসুবিধা কথার ভেবেই যুবমোর্চার নেতৃত্বে এবার রাজ্য দাবি তোলার কৌশল নিয়েছে মোর্চা- এমনটাই ধারণা রাজ্যের রাজনৈতিক মহলের।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।