ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

৪ লাখ করে পেল মাওবাদী হামলায় নিহতদের পরিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, নভেম্বর ২৩, ২০১১

কলকাতা: মাওবাদী হামলায় নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান তুলে দেওয়া হয়েছে।

বুধবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরুলিয়া জেলায় মাওবাদী হামলায় নিহতদের পরিবারগুলোর হাতে ৪ লাখ রুপি করে অনুদান তুলে দেওয়া হয়েছে।


 
গত মঙ্গলবারই  প্রশাসনের তরফ থেকে ১২টি পরিবারের হাতে এ টাকা দেওয়া হয়।

গত কয়েক বছরে মাওবাদীদের হাতে পুরুলিয়া জেলার বেশ কয়েকজন নিহত হন।

সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে অর্থ সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিন অপেক্ষার পরও তারা কোনও সাহায্য পাচ্ছিল না।

ওই সময় মৃতের পরিবারের পক্ষ থেকে বারবার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়।
 
অবশেষে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের ৩ লাখ এবং রাজ্য সরকারের তরফ থেকে ১ লাখ রুপি পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।