ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কিষেণজি হত্যার প্রতিবাদে মাওবাদীদের হরতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, নভেম্বর ২৫, ২০১১
কিষেণজি হত্যার প্রতিবাদে মাওবাদীদের হরতাল

কলকাতা: মাওবাদীদের শীর্ষনেতা ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কোটেশ্বর রাও ওরফে কিষেণজির মৃত্যুর প্রতিবাদে পশ্চিমবঙ্গে ২৬ ও ২৭ নভেম্বর বনধের ডাক দিয়েছে মাওবাদীরা।

শুক্রবার মাওবাদীদের পক্ষ থেকে কিষেণজির মৃত্যুর খবর স্বীকার করে নিয়ে দলের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক আকাশের পক্ষে চন্দন এই বার্তা পাঠিয়েছেন সংবাদমাধ্যমে।



মাওবাদী পলিটব্যুরোর সদস্য বর্তমানে ৩৮ থেকে কমে ২২ হয়েছে। তাদের তিনজন শীর্ষ নেতা জেলে রয়েছেন। ফলে মাওবাদী সংগঠনের শক্তি ধীরে ধীরে কমে আসছে।

এদিকে, শুক্রবার দিল্লিতে মাওবাদীদের নিয়ে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়।

বৈঠকের পরে তারা সাংবাদিকদের বলেন, ঝাড়খন্ড-ওড়িষ্যা সীমান্ত বন্ধ করে দেওয়া নিয়ে তাদের কথা হয়। ৯টি মাওবাদী অধ্যুষিত রাজ্যের ডিজিদের সঙ্গেও আলোচনা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর পি সিং বলেন, কিষেণজির মৃত্যু হয়েছে।

তার লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা রাজ্য সরকার দেখছেন। তবে রাজ্য যৌথবাহিনীর অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘন্টা, নভেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।