ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে আরও এক মাওবাদীর আত্মসমর্পণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, নভেম্বর ২০, ২০১১

কলকাতা: মাওবাদীদের শীর্ষ নেত্রী জাগরী বাস্কে ও রাজারাম সোরেনের পর আরও এক মাওবাদী নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ।

আত্মসমর্পণকারী ওই মাও নেতার নাম রবি মান্ডে(১৮)।

ওরফে আলি। রোববার দুপুর পৌনে একটা নাগাদ পুরুলিয়ার পুলিশ সুপার সুনীল কুমারের কাছে তিনি আত্মসমর্পণ করেন।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে , ২০০৯ সালে মাওবাদী স্কোয়াডে নাম লেখান ১৫ বছরের কিশোর রবি। তার বাড়ি পুরুলিয়ার বলরামপুরের ভাতিন্ডাগ্রামে। তার বিরুদ্ধে গত দু’বছরে একাধিক খুনের মামলা রয়েছে। ২০১০ সালেই তিনটি খুনের ঘটনায় অভিযুক্ত রবি মান্ডি। সে অযোধ্যা স্কোয়াডের মাও সশস্ত্র বাহিনীর সদস্য।

উল্লেখ্য, মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য রাজ্য সরকার যে প্যাকেজ ঘোষণা করেছে, তাতে সাড়া দিয়ে মোট ৫ জন মাওবাদী নেতা আত্মসমর্পণ করলেন। দু’দিন আগেই খোদ মহাকরণে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে আত্মসমর্পণ করেছিলেন জাগরী বাস্কে ও রাজারাম সোরেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।