ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা পুলিশের নতুন ডিজিপি সঞ্জয় সিনহা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, নভেম্বর ১৭, ২০১১

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা পুলিশের নতুন ডিজিপি হয়েছেন সঞ্জয় সিনহা। বুধবার সকালে তিনি তার কার্যভার গ্রহণ করেন।

এর আগে তিনি রাজ্য পুলিশের বেশ কিছু গুরুত্ব পূর্ণ পদ সামলেছেন।

মাঝে আমেরিকাতে ভারতীয় দূতাবাসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সঞ্জয়। তিনি ১৯৭৮ সালের ব্যাচের আইপিএস অফিসার।
মঙ্গলবার তিনি ওয়াশিংটন থেকে রাজ্যে আসেন। বুধবার বিকালে রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়ে গিয়ে তিনি দায়িত্ব বুঝে নেন।
এরপর তিনি মিলিত হন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে। এদিন সন্ধ্যায় তিনি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেন।

এর আগে রাজ্য পুলিশের ডিজিপি ছিলেন কে সেলিম আলি। তিনি সেপ্টেম্বর মাসে সিবিআই’র অতিরিক্ত মহানির্দেশক হিসাবে যোগ দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।