ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে রাজনীতি করলে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া যাবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, নভেম্বর ৯, ২০১১

কলকাতা: রাজনীতির সঙ্গে জড়িত কোনও শিক্ষাবিদ পশ্চিমবঙ্গের কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ক একটি অর্ডিনান্সও জারি করা হয়েছে।



রাজ্যের শিক্ষা মন্ত্রকের ওই অর্ডিনান্সে আরও বলা হয়েছে, যদি কোনও ভিসি বর্তমানে রাজনীতির সঙ্গে জড়িত থাকেন, তবে তাকে পদচ্যুত করা হবে।

শিক্ষা ব্যবস্থাকে রাজনীতির হাত থেকে বাঁচাতে এ নতুন অর্ডিনান্স বলে জানিয়েছে রাজ্যের শিক্ষা মন্ত্রক।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।