ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ১২ জঙ্গির আত্মসমর্পণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, নভেম্বর ৫, ২০১১

আগরতলা (ত্রিপুরা) : গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় আত্মসমর্পণ করেছে ১২ সন্ত্রাসবাদী। আত্মসমর্পণের সময় এরা অস্ত্র এবং জঙ্গি দলের বিভিন্ন কাগজ পত্র জমা দিয়েছে।

রাজ্য পুলিশের কেন্দ্রীয় দপ্তর থেকে শুক্রবার রাতে জানানো হয়েছে এ খবর।   আত্মসমর্পণকারীরা সবাই বেআইনি ঘোষিত জঙ্গি সংগঠন এন এল এফ টি (বি এম) সদস্য।

সন্ত্রাসবাদীরা আত্মসমর্পণ করেছে কাঞ্চনপুর এবং ছামনুতে। কাঞ্চনপুরে এরা আত্মসমর্পণ করেছে আসাম রাইফেলসের জওয়ানদের কাছে এবং ছামনুতে জঙ্গীরা পুলিশের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেয়।

জঙ্গীরা যেসব অস্ত্র জমা দিয়েছে তার মধ্যে রয়েছে গ্রেনেড, ডিটোনেটার, পিস্তলের গুলি প্রভৃতি। নিরাপত্তাকর্মীদের জঙ্গী বিরোধী অভিযানের সাফল্য হিসাবেই এই আত্মসমর্পণকে দেখছে পুলিশ প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।