ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ২৪ ঘণ্টায় তিন খুন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, অক্টোবর ৩০, ২০১১

আগরতলা (ত্রিপুরা) : গত ২৪ ঘণ্টায় আগরতলায় তিনটি খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে মনুতে  ছেলের হাতে খুন হয়েছেন মা।

ছেলে প্রদীপ সিনহা এবং মা শকুন্তলা সিনহার মধ্যে ঝগড়া বাঁধে পারিবারিক ঘটনায়। এতে উত্তেজিত ছেলে কোদাল দিয়ে মাকে আক্রমণ করে। ছেলের আঘাতে মা মারা যান।

পুলিশ প্রদীপ সিনহাকে গ্রেপ্তার করেছে।

এদিনই কমলপুরের মহাবীর চা বাগানে এক উপজাতি যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এছাড়া খোয়াইতে শনিবার গভীর রাতে খুন হয়েছেন এক ব্যবসায়ী। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা এই হত্যাকাণ্ড সঙ্ঘটিত করেছে বলে পুলিশের আনুমান। তবে এ ঘটনার পিছনে লেনদেন সংক্রান্ত বিষয় থাকতে পারে বলেও পুলিশ মনে করছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।