ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা থেকে হজে যাচ্ছেন ১২৩ জন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, অক্টোবর ২৩, ২০১১

আগরতলা (ত্রিপুরা): এ বছর ত্রিপুরা থেকে পবিত্র হজে যাচ্ছেন ১২৩ জন। গত বছর গিয়েছিলেন ১০৩ জন।



এবার সারা দেশ থেকে যাচ্ছেন প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ। রোববার এ খবর জানিয়েছেন রাজ্য ওয়াকফ বোর্ডের  সম্পাদক তথা বিধায়ক সহিদ চৌধুরী।

ত্রিপুরা থেকে যাচ্ছেন ৯৫ জন পুরুষ এবং ২৮ জন মহিলা। আগামী ২৯ তারিখ তারা যাত্রা করবেন। ঐ দিন তারা বিমানে আগরতলা থেকে কলকাতা যাবেন। এবছর ত্রিপুরার প্রতি জন হজযাত্রীদের জন্য খরচ হচ্ছে প্রায় এক লাখ ২০ হাজার ভারতীয় টাকা। সম্পূর্ণ টাকাটাই দিচ্ছে রাজ্য সরকার।

গত বছর যারা গিয়েছিলেন তাদের মধ্যে এক জন মারা যান হজে এবং অন্যজন মক্কায় হারিয়ে যান। দ্বিতীয় জনের খোঁজ এখনও মেলেনি।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।