ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আসাম সফরে পি চিদম্বরম

আসাম সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, জুলাই ৩০, ২০১২

গুয়াহাটি: দুই দিনের সফরে সোমবার সকালে আসামে পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।

এদিন তিনি জাতিগত দাঙ্গায় আক্রান্ত কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, চিরাং ও ধুবরি জেলা পরিদর্শনে যান।

বোড়ো এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

এছাড়া রাজ্যপাল জে বি পট্টনায়েক, মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং পুলিস-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও আলাদা করে বৈঠক করতে পারেন চিদাম্বরম। পুনর্বাসনের কাজ খতিয়ে দেখার পাশাপাশি বেশ কয়েকটি রিলিফ ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

অশান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে গত শনিবার আসামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাজ্যের পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য ৩০০ কোটি রুপি সাহায্য ঘোষণা করেন তিনি।

অন্যদিকে, ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে আসামের পরিস্থিতি। নতুন করে হিংসার খবর না মেলায় কোকরাঝাড় জেলায় অনির্দিষ্টকালের কার্ফু শিথিল করা হয়েছে। পরিবর্তে আপাতত সেখানে কেবল রাত্রিকালীন কার্ফু জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত কয়েকদিনের বিক্ষিপ্ত হিংসায় আসামে নিহতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।