ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ট্রেনে আগুন, নিহত ৪৭

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, জুলাই ৩০, ২০১২
ভারতে ট্রেনে আগুন, নিহত ৪৭

নয়াদিল্লি: ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে চেন্নাইগামী তামিলনাড়ু এক্সপ্রেসের একটি কামরায় ভয়াবহ আগুন লেগে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের নেল্লোরের কাছে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ২৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ করেছে।

দুর্ঘটনায় ট্রেনটির এস-১১ কামরাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ওই কামরায় জীবন্ত কোনো যাত্রীর অস্তিত্ব নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনার ফলে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।

নেল্লোরের কালেক্টর শ্রীধর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ট্রেনের ভেতর টয়লেটের পাশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর সাড়ে ৪টায় আগুন ছড়িয়ে পড়ার সময় যাত্রীদের সবাই ঘুমিয়ে ছিল। এ কারণে ট্রেন থেকে বের হওয়ার সময় পায়নি কেউ।
 
জানা গেছে, ভোরে নাগাদ যখন ওই তামিলনাড়ু এক্সপ্রেস অন্ধ্রপ্রদেশের নেল্লোর স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করছিল তখন, অ্যাসিসট্যান্ট স্টেশন ম্যানেজারের নজরে আসে ট্রেনটির এস-১১ কামরাটি দাউদাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি ট্রেনের চালক ও সহকারি চালকের সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করেন। ট্রেনটিকে আপত্কালীন ব্রেক ব্যবহার করে থামানো হয় এবং দমকলে খবর দেওয়া হয়। ভোর ৪টে ৪০ মিনিটে দমকল আসে। প্রায় আধঘণ্টা ধরে দমকলের অক্লান্ত প্রচেষ্টায় ৫টা ১০ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার মধ্যেই প্রচুর যাত্রীর আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। আহত প্রচুর যাত্রী। তাঁদের নেল্লোরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।