ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পরিবহন ধর্মঘট রুখতে কড়া ব্যবস্থা নেবেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০১, জুলাই ২৭, ২০১২

কলকাতা: সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর ডাকা ৩১ জুলাই পরিবহণ ধর্মঘট বিফল করতে কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া ভাষায় বলেন, “ওই দিন যারা বনধ সমর্থককারীদের সঙ্গে পা মেলাবেন, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

যে সমস্ত বাস মালিকরা ধর্মঘটে সামিল হবেন, প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হবে। ”

পাশাপাশি ধর্মঘট প্রত্যাহার করার জন্য তিনি আহ্বান রাখেন। অন্যথায় আগামী শনি ও রোববার ধর্মঘটের বিরুদ্ধে তৃণমূল রাস্তায় নামবে বলেও জানান তিনি।

এদিন অবশ্য ধর্মঘটের পেছনে সিপিএমের চক্রান্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “কর্মনাশা ধর্মঘট হলে সকলেরই অসুবিধায় পড়তে হয়। গত ৩৪ বছর সিপিএম এই নোংরা রাজনীতি করে গিয়েছে। রাজ্যকে দেনার দায়ে ডুবিয়ে গিয়েছে। এখনও ধর্মঘটের রাজনীতি করতে চাইছে। তবে আর বরদাস্ত করা হবে না। ”

প্রয়োজনে পরিবহন খাতে যে ৬শ’ রুপি টাকা সাবসিডি দেয় রাজ্য সরকার, তা বন্ধ করে দেবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “বহু কষ্টে বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। ধর্মঘট হলে প্রয়োজনীয় শাকসবজী ঠিকমত আসতে পারে না। ফলে একদল অসাধু ব্যবসায়ী মুনাফা পায়। এ জিনিষ চলতে পারে না।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।