ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে মাদ্রাসার পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর পেয়েছে হিন্দু ছাত্র

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, জুন ৫, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা পর্ষদের ২০১২ পরীক্ষায় মেধ্য তালিকায় ৮০ শতাংশ নম্বর পেয়ে ৯৭তম স্থান পেয়েছে এক অমুসলিম ছাত্র।

পর্ষদের সভাপতি গিয়াসুদ্দিন সিদ্দিকি বাংলানিউজকে বলেন, পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে অমুসলিম ছাত্রদের সংখ্যা বাড়ছে।

এর কারণ, মাদ্রাসায় শুধুমাত্র ধর্মশিক্ষা নয়, আবশ্যিকভাবে বিজ্ঞান, গনিত, ইতিহাস, ভূগোল ও কম্পিউটার পড়ানো হয়। এ বছর হাওড়া জেলার খালাতপুর হাই মাদ্রাসার হিন্দু ছাত্র ব্রজেশ্বর মাঝি মেধা তালিকায় ৮০ শতাংশ নম্বর পেয়ে ৯৭তম স্থান পেয়েছে।

তিনি বলেন, এবছর মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় অমুসলিম পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ১ হাজার ৫শ’ ৯০ জন। যা মোট পরীক্ষার্থীর ৪ শতাংশ। আরো একটা উল্লেখযোগ্য বিষয়, এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি।

খালাতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, তার মাদ্রাসায় ১৫ শতাংশ পড়ুয়াই অমুসলিম। স্কুল ছেড়ে হিন্দু পড়ুয়ারা মাদ্রাসায় ভর্তি হচ্ছে, এরকম নজিরও কম নেই।

পশ্চিমবঙ্গের ৬০০টি মাদ্রাসার মধ্যে সিনিয়র মাদ্রাসার সংখ্যা ১০০টি। এ মাদ্রাসাগুলোতে শুধু ধর্ম পড়ানো হয়। বাকি হাই মাদ্রাসাগুলোতে ধর্মসহ সব বিষয় পড়ানো হয়। তাই এ হাই মাদ্রাসায় প্রতি আগ্রহ বাড়ছে অমুসলিমদের।

পরিসংখ্যান বলছে, গত কয়েক বছর ধরে রাজ্যের বেশ কয়েকটি হাই মাদ্রাসায় মুসলিম পড়ুয়াদের থেকে অমুসলিম পড়ুয়ার সংখ্যা বেড়ে গেছে।

এ রকম একটি বর্ধমান জেলার অরগ্রাম চতুষ্পালি হাই মাদ্রাসা। যেখানে ৬১ শতাংশই অমুসলিম পড়ুয়া।
এ বছর মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মাদ্রাসাটির মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে হিন্দু ছাত্র প্রিন্স হালদার। ইসলাম ধর্ম বিষয়ে সে ভালো নম্বর পেয়েছে। আরবি ভাষায়ও সে নিজের মাদ্রাসায় সর্বোচ্চ নম্বর পেয়েছে।

বাংলাদেশ সময় : ১১৪৮ ঘণ্টা, জুন ০৫, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।