ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আরও একটি ল্যান্ড কাস্টমস স্টেশন খুলবে ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, মে ৩০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : রাজ্যে আরও একটি ল্যান্ড কাস্টমস স্টেশন গড়ার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। গতকাল এই অনুমতি পত্র এসে রাজ্যে পৌঁছায়।

রাজ্যের মহাকরণ সূত্রে এ খবর জানা গেছে।

নতুন ল্যান্ড কাস্টমস স্টেশন টি হবে সাব্রুমে। নতুন ল্যান্ড কাস্টমস স্টেশন টি হলে রাজ্যে ল্যান্ড কাস্টমস স্টেশনের সংখ্যা বেড়ে হবে আটটি।

বর্তমানে রাজ্যে ল্যান্ড কাস্টমস স্টেশন রয়েছে সাতটি।

এই স্টেশনগুলির মারফত বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ব্যবসা বাণিজ্য চলে। সাব্রুমে নতুন ল্যান্ড কাস্টম স্টেশন হওয়াতে দু’দেশের বাণিজ্য আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, সাব্রুমে একটি ল্যান্ড কাস্টমস স্টেশন আগে ছিল । কিন্তু ১৯৯৬ সালে কেন্দ্রীয় সরকার এটি বন্ধ করে দেয়।   দীর্ঘ ১৬ বছর পর ফের এটি খুলল। এর জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছিল রাজ্য।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।