ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বিদ্যুতের দাম বাড়ল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, মে ৩০, ২০১২

কলকাতা : দাম বাড়ল কলকাতার বিদ্যুৎ পরিষেবার। কলকাতার বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সিইএসসি ইউনিট প্রতি ১৫ পয়সা বৃদ্ধি করেছে।



চলতি মাসের বিলেই এই বর্ধিত হার কার্যকরী হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সিইএসসি’র অধীনে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সবাইকে এ বর্ধিত হারে বিদ্যুতের বিল দিতে হবে।

উৎপাদন খরচ বাড়ায় বাধ্য হয়েই তারা ইউনিটের দাম বাড়াচ্ছে বলে জানিয়েছে সিইএসসি।

কর্তৃপক্ষ জানিয়েছে, কয়লার দাম বেড়েছে। এছাড়া রেলের পণ্যমাশুল বেড়েছে ২০ শতাংশ। জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় সিইএসসি’র বিদ্যুতের ইউনিট প্রতি খরচ বেড়েছে। তাই বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় ছিল না।

বাংলাদেশ সময় : ১৯৫৩ ঘণ্টা, মে ৩০, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।