ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পুরুলিয়ায় তৃণমূলকর্মী খুন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, মে ৩০, ২০১২

কলকাতা: পুরুলিয়ার কাটাডি গ্রামে গত মঙ্গলবার রাতে এক তৃণমূল কর্মীকে খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম পবন বাউরি।



মঙ্গলবার অসহ্য গরমে তিনি বাড়ির বাইরে ঘুমোন। সেই সুযোগে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে চলে যায়। বুধবার সকালে পুলিশ খবর পাওয়ার পরে ঘটনাস্থলে আসতে দেরি করে বলে স্থানীয় মানুষের অভিযোগ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা এ ঘটনায় জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। তদন্ত শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ৩০, ২০১২
আরডি/ সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।