ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন কবি মৃদুল দাশগুপ্ত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, মে ২৩, ২০১২
রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন কবি মৃদুল দাশগুপ্ত

কলকাতা : পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি মৃদুল দাশগুপ্ত ২০১২ সালের রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন।

মৃদুল দাশগুপ্ত সত্তর দশকের কবি।

প্রথম কাব্যগ্রন্থ ‘জলপাই কাঠের এসরাজ’ লিখে পাঠকমহলে জনপ্রিয়তা পেয়েছিলেন। কবিতায় মৃদুভাষী মৃদুল তার নিজস্ব কাব্য ভাষায় বিশিষ্ট।

এ বছর তিনি তার কাব্যগ্রন্থ ‘সোনার বুদ্বুদ’ এর জন্য রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন।

মূলত লিটিল ম্যাগাজিনেই কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। কলকাতার বাংলা দৈনিক সংবাদপত্র আজকালের সাংবাদিকতার সঙ্গে যুক্ত তিনি।

বাংলাদেশ সময় : ১২০৮ ঘণ্টা, মে ২৩, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।