ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

মোর্চার দাবি মমতা সরকার পাহাড়ের ৫০ শতাংশ সমস্যা মিটিয়েছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, মে ১৯, ২০১২

কলকাতা:  রাজ্য সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে দার্জিলিং পাহাড়ের প্রতিনিধি হয়ে শনিবার মহাকরণে এসেছেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা ও বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মহাকরণে দেখা করেন এবং সেখানে এক সংবাদ সম্মেলন করেন।



হরকা বাহাদুর বলেন,  এখন পাহাড়ের মানুষ নিজের কথা নিজের মুখে বলতে পারছে। পাহাড় সমস্যা ৫০শতাংশ মেটানো সম্ভব হয়েছে। মোর্চা এই অগ্রগতিতে সন্তুষ্ট। কেউ এতোদিন পাহাড়ে যেতে পারত না। এখন যেতে পারছে।

তবে তিনি অভিযোগ করেন, সিকিম দার্জিলিংয়ের তুলনায় এক তৃতীয়াংশ হওয়া সত্ত্বেও ১ হাজার ৫০০ কোটি রুপি পেয়েছে। অন্যদিকে দার্জিলিং পেয়েছে ১ হাজার ৮০০ রুপি। তবে তারা গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ১৯, ২০১২

আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।