ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

জুয়ার আসর ভাঙতে গিয়ে প্রহৃত পুলিশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, মে ১৫, ২০১২

কলকাতা : জুয়ার আসর ভাঙতে গিয়ে জুয়ারিদের হাতে বেধড়ক মার খেলেন ৬ পুলিশ কর্মী। সোমবার রাতে এ ঘটনা ঘটে বাঁকুড়া জেলার ইন্দুপুরের আটবাইচণ্ডী গ্রামে।



আহত পুলিশ কর্মীদের মধ্যে একজন এএসআইয়ের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার জেরে ৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের খাতরা মহকূমা আদালতে তোলা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের কাছে খবর আসে যে আটবাইচণ্ডী গ্রামে জুয়ার আসর বসানো হচ্ছে। পুলিশ আচমকা সেখানে হানা দিলে জুয়ার আসরে থাকা লোকজন তাদের ওপর হামলা চালান।

এতে ৬ জন পুলিশ কর্মী আহত হন। তাদেরকে আটকেও রাখা হয় বলে জানা গেছে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে ও ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময় : ১২১০ ঘণ্টা, মে ১৫, ২০১২
আরডি
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।