ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ মাওবাদী নিহত

আসাম সংবাদবাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৮, মে ৯, ২০১২

শিলচর: আসামের তিনসুকিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আঞ্চলিক কমান্ডারসহ ৪ শীর্ষ মাওবাদীর নিহত হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে সাদিয়ার দেওপানি বড়গড়া গ্রামে তল্লাসি অভিযান শুরু করে পুলিশ।

সেইসময় অতর্কিতে পুলিশের উপর হামলা চালায় মাওবাদীদের একটি দল।

সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল গুরুতর জখম হন। তার নাম অচিন্ত্য দাস। তাকে ডিব্রুগড়ের আসাম কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহত মাওবাদী আঞ্চলিক কম্যান্ডারের নাম সঞ্জীব বোরা। উত্তর-পূর্ব ভারতে মাওবাদীদের নতুন ঘাঁটি তৈরির দায়িত্ব ছিল তার কাঁধে।

ওই এলাকায় তল্লাসি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর হ্যান্ড গ্রেনেড ও একে-৪৭ রাইফেল। এছাড়া মিলেছে বেশ কিছু কাগজপত্র। পুলিশ সেগুলি পরীক্ষা করছে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মে ০৯, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।