ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আমেরিকা উৎসব নিয়ে উষ্মা সিপিএমের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, মে ২, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্য সরকারকে অন্ধকারে রেখে আগরতলায় আমেরিকা উৎসব করার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক বিজন ধর।

রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অঙ্গ হিসাবেই একে দেখছে সিপিএম।



বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল আগরতলায় হয় এক দিনের আমেরিকা উৎসব। এবারই প্রথম কলকাতার ইউএস কনসাল জেনারেলের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। নাম দেয়া হয়েছিল ‘দ্য টেস্ট অব আমেরিকা’।

ইউএস কনসাল জেনারেলের প্রচার সচিব জানিয়েছিলেন, ছোট্ট ত্রিপুরার মানুষের কাছে আমেরিকাকে তুলে ধরাই এই উৎসবের মূল উদ্দেশ্য। ২৪ এপ্রিল এক দিনের অনুষ্ঠানে ছিল, স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সেমিনার এবং চলচ্চিত্র প্রদর্শনী।

পার্টির রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, রাজ্য সরকারকে কোনো কিছু না জানিয়ে ওই উৎসব করা হয়েছে।

তিনি বলেন, গতবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমেরিকা সেখানকার বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ভারতে বামপন্থীদের এখন একমাত্র ঘাঁটি ত্রিপুরা। এ দেশে আমেরিকা সাম্রাজ্যবাদের এক নম্বর শত্রু সিপিএম তথা বামফ্রন্ট। তাই তারা চেষ্টা করছে, ত্রিপুরা থেকে বামপন্থীদের উৎখাত করার জন্য। এ কারণে তারা বামফ্রন্ট সরকার বিরোধী ষড়যন্ত্রও করতে পারে।

এভাবে রাজ্য সরকারকে না বলে রাজধানীতে কোনো উৎসব করাকে ভালো চোখেও দেখছে না সিপিএম। তারা ভাবছে, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ষড়যন্ত্র করতে পারে মার্কিন সাম্রাজ্যবাদ।

ইউএস কনসাল জেনারেল এ ধরনের ইচ্ছা বা বাসনা থেকেই রাজ্যে আমেরিকা উৎসব করেছেন বলে মন্তব্য করেন বিজন ধর।

বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, মে ০২, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।