ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিনিধিরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, এপ্রিল ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁচেছে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল।
ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আমন্ত্রণে আগরতলায় গেছে দলটি।

শনিবার আগরতলার এমবিবি স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেবে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব।

শুক্রবার দুপুরে আখাউড়া চেকপোস্ট দিয়ে তারা আগরতলায় আসেন।

চেকপোস্টে তাদের উষ্ণ সংবর্ধনা দেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা। ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এ সময় আখাঊড়া চেকপোস্টে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রায় দশ বছর পর বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের কোনো দল ত্রিপুরায় গেলেন।  

বাংলাদেশ সময় : ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।