ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

তিন রাজ্যের জন্য তিনটি পৃথক হাইকোর্ট স্থাপনের বিল রাজ্যসভায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, এপ্রিল ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের জন্য তিনটি পৃথক হাইকোর্ট স্থাপনের বিল পেশ করা হয়েছে রাজ্যসভায়।

বৃহস্পতিবার এ বিল পেশ হয় রাজ্যসভায়।



সাংসদ খগেন দাস জানিয়েছেন, আশা করা যাচ্ছে চলতি বাদল অধিবেশনেই বিলটি পাস হবে রাজ্যসভায়।

রাজ্য সভায় পাস হবার পর বিলটি পেশ করা হবে লোকসভায়। সেখানে পাস হলেই তিন রাজ্যে তিনটি পৃথক হাইকোর্ট গঠনের প্রক্রিয়া শুরু হবে।

যে তিনটি রাজ্যে তিনটি পৃথক হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে, সেগুলো হলো ত্রিপুরা, মনিপুর এবং মেঘালয়।

উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে কোনো পৃথক হাইকোর্ট নেই। গুয়াহাটি হাইকোর্টের আওতায় এ রাজ্যগুলোর মামলা মোকদ্দমার কাজ চলে। এতে সাধারণ মানুষের হয়রানি যেমন হয়, তেমনি গুয়াহাটি হাইকোর্টে মামলার পাহাড় জমছে।

দীর্ঘদিন ধরে নিজস্ব একটি হাইকোর্ট স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন ত্রিপুরার মানুষ। ২৫ বছর আগে কেন্দ্রের কাছে প্রথম এ দাবি জানানো হয়। ২৫ বছর পর সে দাবি পূরণের প্রাথমিক কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ সময় : ১২১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২

তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।