ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রভাবশালী ১০০ জনের তালিকায় মমতা

অভিনন্দন নরেন্দ্র মোদির

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, এপ্রিল ২৩, ২০১২

নয়াদিল্লি: যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দখল করে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আর এজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।



ট্যুইটারে নিজের অ্যাকাউন্টে মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় আসার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন। ’

মমতা ছাড়াও টাইম ম্যাগাজিনের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্র সচিব হিলারি ক্লিন্টন, শিল্পপতি ওয়ারেন বাফেট, প্রথম পাক অস্কার বিজয়ী পরিচালক শরমিন ওরেইড চিনয় প্রমুখ।

উল্লেখ্য, প্রথমদিকে অন-লাইনে টাইমস ম্যাগাজিনে গুজরাট মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ছিল। কিন্তু প্রথম একশোয় আসতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২

আরডি/সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।