ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সন্ত্রাসীদের গুলিতে ঠিকাদার খুন বহরমপুরে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, এপ্রিল ১৯, ২০১২

কলকাতা : প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন এক ঠিকাদার। নিহত ব্যক্তির নাম প্রনব মুখোপাধ্যায়।



স্থানীয় পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বহরমপুরের ঘোষপাড়ায় ৩৪ নং জাতীয় সড়কের পাশে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ স্থানীয় বাসিন্দা প্রনব মুখোপাধ্যায় এক হোটেল মালিকের সঙ্গে কথা বলে মোটর বাইকে বাড়ি ফিরছেন।

সেই সময় ২ জন সন্ত্রাসী একটি বাইকে চেপে ঘটনাস্থলে আসে। এরপর তারা প্রনবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপারসহ থানার পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।  

বাংলাদেশ সময় : ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
আরডি,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।