ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহলে গ্রেফতার মাওবাদী স্বোয়াড সদস্য

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, এপ্রিল ১৮, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে বাঁকুড়া জেলার বাড়িকুল থেকে এক মাওবাদী স্কোয়ার্ড সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মনোরঞ্জন সর্দার।



বুধবার তাকে খাতরা মহকুমা আদালতে পেশ করে রিমান্ডে নেয় পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে বাঁকুড়ার মাঝগেড়িয়া থেকে মনোরঞ্জন সর্দার ওরফে কেবলা গ্রেফতার হন। ২০১০ সালে বাড়িকুল থানা আক্রমণের সময় মনোরঞ্জন সর্দার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এছাড়াও আরো কিছু নাশকতার সঙ্গে তার নাম জড়িত বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে মাওবাদীদের বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যেতে পারে বলে পুলিশের ধারণা।

বাংলাদেশ সময় : ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

আরডি / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।