ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সুন্দরবনের বাসন্তীতে তৃণমুল-আরএসপি সংর্ঘষে গুলিবিদ্ধ ১ জন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, এপ্রিল ১৮, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বাসন্তির চরবিদ্যায় এলাকা দখল নিয়ে বুধবার তৃণমূল ও বিরোধী বামফ্রন্টের শরিক দল আরএসপির মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১ জন গুলিবিদ্ধ হন।



স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে, ভোর থেকে তৃণমূল ও আরএসপির সমর্থকদের মধ্যে এলাকা দখল নিয়ে সংঘর্ষ হয়। দফায় দফায় বোমাবাজি চলে।

এতে আরএসপির ১জন গুলিবিদ্ধ হন। তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন। তবে অবস্থার গুরুত্ব বুঝে আরও পুলিশ বাহিনী আনা হয় এলাকায়। বসানো হয়েছে পুলিশ পিকেট।

বাংলাদেশ সময় : ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
আরডি / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।