ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আধার প্রকল্পে ত্রিপুরা দেশের সেরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৩, এপ্রিল ১৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্যের কাজের প্রশংসা করলেন কেন্দ্রীয় ‘আধার’ প্রকল্পের অধিকর্তা আর এস শর্মা।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি মহাকরণে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন।

তিনি বলেন ‘আধার’ প্রকল্পে ত্রিপুরা যে কাজ করেছে তা সারা দেশের মধ্যে দৃষ্টান্ত। অন্য রাজ্যগুলি শিখতে পারে ত্রিপুরা থেকে।

ভারত সরকার সারা দেশের নাগরিকদের জন্য ‘আধার’ কার্ড তৈরি করছে। প্রতিটি নাগরিকের জন্য একটি বিশেষ নাম্বার থাকবে।

অনেকটা ব্যাংকের এটিএম কার্ডের মতো। এই কার্ডে প্রত্যেক ব্যক্তির যাবতীয় তথ্য নথিভুক্ত থাকবে।

গত মাসেই ত্রিপুরায় কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দল নেতা রতন লালনাথ অভিযোগ করেছিলেন ত্রিপুরায় এই প্রকল্পের কাজে বিরাট মাপের আর্থিক দুর্নীতি হয়েছে।

রাজ্যের মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ করেছিলেন। এরপর অবশ্য মন্ত্রী তাকে চ্যালেঞ্জ করে দুর্নীতি প্রমান করতে।

কংগ্রেসের আন্দোলনের মুখে মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে চলে এই কেন্দ্রীয় প্রকল্পের কাজের সিবিআই তদন্ত দেন।

কিন্তু এত সবের পরও মঙ্গলবার এই প্রকল্পের কেন্দ্রীয় অধিকর্তা যে বক্তব্য রাখেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আর এস শর্মা বলেন, সারা দেশে ত্রিপুরাতেই একমাত্র এই প্রকল্পের কাজ ৯০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অন্য রাজ্যগুলি তার ধারে কাছেও নেই। জাতীয় ক্ষেত্রে মাত্র ৩০ শতাংশ কাজ হয়েছে আধার প্রকল্পের।

ত্রিপুরাতে এই প্রকল্প রুপায়নে আর্থিক নয়ছয় হয়েছে বলেও তিনি অস্বীকার করেন। তিনি বলেন ত্রিপুরা দারুন কাজ করেছে।

বাংলাদেশ সময় : ০৬ ০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।