ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশে প্রকাশিত বই নিষিদ্ধ করার দাবি কলকাতায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, এপ্রিল ১৭, ২০১২
বাংলাদেশে প্রকাশিত বই নিষিদ্ধ করার দাবি কলকাতায়

কলকাতা: ঢাকা থেকে প্রকাশিত গবেষক মাসুদুল হকের লেখা ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ‘র’ এবং সিআইএ’ গ্রন্থটি ভারতে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম।

এরইমধ্যে এই দাবি জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সংস্থটি চিঠি পাঠিয়েছে।



সোমবার কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি অভিযোগ করেন, বইটিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথার আড়ালে ভারতবিরোধী কুৎসা প্রচার করা হয়েছে।

তিনি বলেন, বইটিতে বাংলাদেশের স্রষ্ঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্র হনন করা হয়েছে।

লিগাল এইড ফোরামের পক্ষ থেকে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে। এর ফলে দু’দেশেই দেশদ্রোহীরা উৎসাহিত হবে।

এদিন আরো অভিযোগ করা হয়, বিভিন্ন মাওবাদী সংগঠন ভারতবিরোধী প্রচারের জন্য বইটির অবৈধ প্রচার চালাচ্ছে।

এদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক কর্মকর্তা কল্যাণ কুমার গাঙ্গুলি, সাবেক পুলিশ প্রধান বি পি সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।