ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সাইবার ক্রাইম বন্ধ করতে মনমোহনের দ্বারস্থ মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, এপ্রিল ১৭, ২০১২

কলকাতা: কার্টুন কাণ্ডের পর ভারত জুড়ে সাইবার অপরাধ রুখতে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে মমতার এই বার্তা পৌছে দেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।



এই বিষয়ে দশ পাতার একটি বার্তায় তিনি জানান, ক্রমশ বাড়তে থাকা সাইবার অপরাধ নিয়ে তিনি উদ্বিগ্ন। এটি রুখতে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপের আর্জি জানান।

এক্ষেত্রে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রকের সহযোগীতার কথা বলেছেন মমতা।

তিনি তার বার্তায় জানান, এই রাজ্যে সাইবার অপরাধ রুখতে ইতিমধ্যেই কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাইবার অপরাধ দমন সেল তৈরি করে সিআইডির ডিজিপিকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সাইবার পুলিশ স্টেশন, সাইবার ভ্যান, ল্যাব ইত্যাদি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, এপ্রিল ১৭.২০১২

আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।