ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

২০ লাখ টাকার নেশা জাতীয় ওষুধ আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, এপ্রিল ১৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  প্রায় ২০ লাখ টাকার বেআইনি নেশা জাতীয় ওষুধ আটক করেছে ত্রিপুরার পুলিশ। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আসাম থেকে ওষুধগুলো ত্রিপুরায় আনা হচ্ছিল।



রাজ্য পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আটক করা নেশা জাতীয় ওষুধের মধ্যে রয়েছে কোরাক্স, এবং ফেন্সিডিল। এর মধ্যে ১৭ হাজার ৫০০ বোতল ফেন্সিডিল এবং ১০ হাজার ৫০ বোতল কোরাক্স। প্রতিটি বোতল ছিল একশ’ মিলির।

জানা গেছে, নেশা জাতীয় দ্রব্য হিসাবে এগুলোর ব্যবহার হয়। রোববার রাতে আসাম থেকে ত্রিপুরায় ঢোকার মুখে কুমারঘাটে একটি ট্রাক থেকে এই নেশা জাতীয় দ্রব্যগুলো আটক করে পুলিশ।

ট্রাকচালক সুভাষ দেবনাথকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২

সম্পাদনায়: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।