ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের প্রথম ফোর-জি পরিষেবা উদ্বোধন কলকাতায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, এপ্রিল ১০, ২০১২

কলকাতা: ভারতের প্রথম অত্যাধুনিক ফোর-জি পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতায়। এয়ারটেলের হাত ধরে মঙ্গলবার কলকাতায় এক পাঁচতারা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে এয়ারটেল কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বল।



এদিন টেলিকম মন্ত্রী জানান, কলকাতার পাশাপাশি এই পরিষেবা শুরু হচ্ছে পুণে, চণ্ডীগড় এবং বেঙ্গালুরুতেও।  

এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়, চিনের মোবাইল নির্মাতা জেডটিই-কে এই পরিষেবা চালু করার পরিকল্পনা ও কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন এই পরিষেবায় গ্রাহক প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট থেকে এক গিগাবাইট পর্যন্ত গতিতে ডাউনলোড করার সুবিধা পাবেন।

সংস্থাটির দাবি, বর্তমানে মোবাইল ইন্টারনেটে থ্রি-জি ওয়ারলেস পরিষেবার তুলনায় এই নতুন পরিষেবা অন্তত ১০ গুণ দ্রুততর হবে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।