ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কোয়েম্বাটুর পৌরসভা থেকে শিক্ষা নিতে চায় আগরতলা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, এপ্রিল ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  কেরালার কোয়েম্বাটুর পৌরসভার বিভিন্ন সাফল্য থেকে আগরতলা শিক্ষা নিতে চায় বলে জানিয়েছেন পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সোনাল গোয়েল।

এ উদ্দেশ্যেই আগরতলা পৌর পরিষদের ২৫ জনের এক প্রতিনিধি দল কোয়েম্বাটুর যাচ্ছে।

দলের নেতৃত্বে থাকছেন সোনাল গোয়েল। দলে থাকছেন ১৮ জন কমিশনারও।

বর্জ্য ব্যবস্থাপনা, অটোমেটিক বাড়ির প্ল্যান তৈরি, কর আদায় প্রভৃতি বিষয়ে কোয়েম্বাটুর পৌরসভার বেশ নাম ডাক রয়েছে দেশে। মূলত এসব বিষয়গুলই দেখে আসতে চাইছেন প্রতিনধিরা।  

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

তন্ময়
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।