ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সংবাদমাধ্যমের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৮, এপ্রিল ৬, ২০১২

কলকাতা:  সরকারের যেমন দায়বদ্ধতা রয়েছে সাধারণ মানুষের কাছে, তেমনি সংবাদমাধ্যমেরও দায়বদ্ধতা থাকা উচিত সাধারণ মানুষের কাছে- এমনটাই মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার টাউন হলে দৈনিক কলম সংবাদপত্রের উদ্বোধনে এসে তিনি বলেন, ‘শুধু টিআরপি বাড়ানোর জন্য সরকারের সমালোচনা করে ‘অসত্য’ খবর পরিবেশন বন্ধ হক।

সরকার যেমন স্বাধীনতাকে শ্রদ্ধা করে, তেমনি সংবাদমাধ্যমেরও উচিত অপরের স্বাধীনতাকে শ্রদ্ধা করা। ’

বেশ কিছু দিন ধরেই কিছু সংবাদমাধ্যমের সঙ্গে সরকারের অলিখিত যুদ্ধ চলে আসছে। সেটা বৃহৎ আকার নেয় যখন সরকারি গ্রন্থাগারে প্রথম শ্রেণীর কিছু সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি হয়।

এদিন সেই প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার ভুল করলে তার সমালোচনা করা যেতেই পারে। ভুল হলে ধরিয়ে দিন। কিন্তু ব্ল্যাকমেল করবেন না। শুধু টিআরপি বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে কী লাভ?’

এদিনও তিনি পরিষ্কার বলেন, ‘গ্রন্থাগারে কিছু সংবাদপত্রের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, সেই সিদ্ধান্তের কোন পরিবর্তন হবে না। ছোট সংবাদপত্রগুলিকে তুলে আনার জন্যই সরকারের এই প্রয়াস। ’

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।