ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পুলিশ-বস্তিবাসী সংঘর্ষ, রণক্ষেত্র রুবি মোড়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, এপ্রিল ৪, ২০১২

কলকাতাঃ পুলিশের সঙ্গে বস্তিবাসীদের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার বাইপাস সংলগ্ন রুবি মোড় এলাকা।

বুধবার সকালে নোনাডাঙার উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অবরোধ তুলতে গেলে, পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়।



এদিন দুপুরে নোনাডাঙার উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা মিছিল করে কসবা রুবির মোড় অবরোধ করতে আসে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের সংঘর্ষ বাধে।

পুলিশ বস্তিবাসীদের ওপর লাঠি চালায়। উভয় পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় র‌্যাফ। তাদের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলেও পরে বস্তিবাসীরা রাস্তার পাশে অবস্থান-বিক্ষোভে সামিল হন। পরে তারা নোনাডাঙায় ফিরে যান।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন বিক্ষোভকারী ও একজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বস্তিবাসীদের অভিযোগ, কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা না করেই অমানবিকভাবে নোনাডাঙা বস্তি থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে।

এর ফলে প্রায় ২০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তার প্রতিবাদ করতেই এদিন বিক্ষোভ অবরোধে সামিল হন তারা। বিক্ষোভকারীদের সামনে বহু নারী থাকায় ন পুলিশ প্রথমে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেও পরে ব্যপক হারে লাঠি চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
আরডি/
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।