ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ সরকারের সচিব পদে রদবদল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, মার্চ ৩১, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবস্তরে রদবদল হচ্ছে। মহাকরণে শুক্রবারই প্রশাসনের তরফে বিভিন্ন দফতরের সচিবদের দায়িত্বে রদবদলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সোমবার থেকে তা কার্যকর হবে।

রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বাসুদেব ভট্টাচার্য। এই পদের দায়িত্বে ছিলেন জ্ঞানদত্ত গৌতম। এবার তাকে তথ্য কমিশনারের পদে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

অন্যদিকে নতুন শিল্পসচিব হচ্ছেন অত্রি ভট্টাচার্য। বর্তমানে এ পদের দায়িত্বে ছিলেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়। তবে তাকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে এনে এবার অত্রি ভট্টাচার্যকে দেওয়া হচ্ছে এই পদটি। অন্যদিকে কারিগরি শিক্ষা দফতরের সচিব হচ্ছেন সতীশ তিওয়ারি। রাজ্য সড়ক সংস্থার নতুন এমডি হতে চলেছেন সুব্রত গুপ্ত।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১২

আরডি/
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।