ঢাকা, শনিবার, ৯ কার্তিক ১৪৩২, ২৫ অক্টোবর ২০২৫, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, সেপ্টেম্বর ২৪, ২০২৫
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ...

চট্টগ্রাম: নগরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছের।  

ইপিজেডের নাসা গ্রুপের দুটি কারখানায় প্রায় ২২০০ শ্রমিক কর্মরত ছিলেন।

অক্টোবর মাস থেকে কারখানা দুটি বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নামেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে তারা ফ্রি-পোর্ট এলাকার বিমানবন্দর সড়ক অবরোধ করেন। এসময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, ‘নাসা গ্রুপের মালিকানাধীন দুটি কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করে। আমাদের কয়েক মাসের বেতন এখনও বকেয়া। সেই বেতন পরিশোধের সিদ্ধান্ত না নিয়ে উল্টো কারখানা বন্ধের ঘোষণা দেয়। এতগুলো শ্রমিক আমরা কোথায় যাবো। বকেয়া বেতন পেলে কিছুটা স্বস্তি হতো৷ কিন্তু সেটিও দিচ্ছে না’।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নাসা গ্রুপের দুটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। এখন শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা তাদেরকে বিমানবন্দর সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি। মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।