ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম চেম্বার প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, সেপ্টেম্বর ৮, ২০২৫
চট্টগ্রাম চেম্বার প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ  ...

চট্টগ্রাম: শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরাম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন ফোরামের নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তব্য দেন মো. শহীদ, মোহাম্মদ দিদার, বাবলু সালাউদ্দিন, মহসিন সৈয়দ, রাজিবুল হাসান রানা, নুর উদ্দিন সোহেল প্রমুখ।

রাজিবুল হাসান রানা বলেন, আওয়ামী লীগ নেতার পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছিল চট্টগ্রাম চেম্বারকে।

বৈষম্যের শিকার ব্যবসায়ীরা ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর আন্দোলন করে হাজ্জাজ গংদের হটিয়ে চেম্বার উদ্ধার করেছেন।

তিনি বলেন, দীর্ঘ এক বছর পেরোলেও ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হয়নি। তাই আমরা বর্তমান প্রশাসকের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছি। সরকার যেন তার তৃতীয় দফা মেয়াদ না বাড়ায়।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।