চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুন্নির ঐক্যে যাতে কেউ ফাটল ধরাতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
রোববার (১ সেপ্টেম্বর) ফটিকছড়িস্থ নাজিরহাটের টেকের দোকান নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সুন্নি মতাদর্শী ৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। এ জোটকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। দেশের ৯০ ভাগ মানুষ সুন্নি। সুন্নি জনতা এক থাকলে কেউ ক্ষতি করার সাহস করবে না।
সরওয়ার আলমগীর বলেন, ধর্ম মানুষকে মানবতার শিক্ষা দেয়। হিংসা, বিদ্বেষ থেকে আমাদের দূরে থাকতে হবে।
তিনি ইসলামের নিয়ম কানুন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
মসজিদ কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আবুল কাশেম নূরী। বিশেষ অতিথি ছিলেন মসজিদের খতিব মাওলানা জয়নুল আবেদীন জাবেদ আশরাফী, মোবারক হোসেন কাঞ্চন, এস এম শফিউল আলম, আমান উল্লাহ, কামরুল অপু।
পিডি/টিসি