ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় সড়কের পাশে মিলল যুবকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, সেপ্টেম্বর ১, ২০২৫
পটিয়ায় সড়কের পাশে মিলল যুবকের লাশ প্রতীকী ছবি

চট্টগ্রাম: পটিয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে রোভার স্কাউটের সদস্যরা।  

সোমবার(১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের জঙ্গলখাইন পরিষদের সামনে থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্কাউট টিমের সদস্য মো. তাজবীর জানান, স্কাউটের একটি টিম গাছবাড়িয়া কলেজে যাওযার পথে দেখতে পান পটিয়ায় সড়কের পাশে এক যুবক পড়ে রয়েছে। পুলিশ কিংবা কেউ উদ্ধার করতে এগিয়ে না আসায় তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বাংলানিউজকে বলেন, পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে থেকে অজ্ঞাত এক  ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তবে কিভাবে মারা গেছেন সে কারণ এখনো জানা যায়নি।  

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।