চট্টগ্রাম: সিএসসিআরে হিস্টোপ্যাথলজি ও ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ল্যাব উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি নগরের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানম ও ডা. তারেক শামস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। বক্তব্য দেন অধ্যাপক ডা. এম এ কাশেম, অধ্যাপক ডা. সৈয়দ আহমেদ প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালের হিস্টোপ্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফরিদা আরজুমান। স্বাগত বক্তব্য দেন সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, এই ল্যাব স্থাপনের ফলে ক্যান্সার রোগীসহ অন্যান্য জটিল রোগীদের ঢাকা এবং বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা অনেকাংশে হ্রাস পাবে।
‘ডায়াগনষ্টিক এক্সিলেন্স ইন চিটাগাং’ শীর্ষক মূল প্রবন্ধে জাতীয় ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালের হিস্টোপ্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফরিদা আরজুমান চট্টগ্রামে বর্তমানে চলমান পরীক্ষার পরিধি সম্পর্কে ধারণা দিয়ে বলেন, সিএসসিআরে নব-সংযোজিত ল্যাব টেস্টগুলো চট্টগ্রামের ডায়াগনস্টিক সুবিধার উল্লেখযোগ্য উত্তরণ ঘটাবে।
এমআর/টিসি