ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গণতন্ত্রবিরোধীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, আগস্ট ২২, ২০২৫
গণতন্ত্রবিরোধীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সরওয়ার আলমগীর  ...

চট্টগ্রাম: দেশের ইসলামী দলগুলো জামায়াতকে সমর্থন করে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।  

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে জেলা পরিষদ মার্কেট চত্বরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ৮৬ সালে স্বৈরাচার এরশাদকে বৈধতা দেওয়ার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গিয়েছিল জামায়াতে ইসলাম। ৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ জামায়াত এক হয়ে ষড়যন্ত্রে ছিল একটি গনতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য।

এক কথাই তাদের অতীত ইতিহাস বলে দেয় তারা কখনো গনতন্ত্র চায়নি, তারা শুধু ষড়যন্ত্র করে গেছে। আবারো সামনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে এদেশের জনগণ।

সরওয়ার আলমগীর বলেন, দেড়যুগের আন্দোলন সংগ্রামের ফসল চব্বিশের গণঅভ্যুত্থান। স্বৈরচার শেখ হাসিনার বিরুদ্ধে বিরতিহীন আন্দোলনের মাধ্যমে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।  

নাজিরহাট পৌর বিএনপির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর  সভাপতিত্বে ও বিএনপি নেতা হাসানুল কবির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, মনছুর আলম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, খালেদ মাহমুদ বাবুল, এস এম সফিউল আলম, সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল, আহমদ রশিদ চৌধুরী, আমান উল্লাহ, মো. শহীদুল্লাহ্, মো. বেলাল, মহিলা নেত্রী শিউলী আকতার, আহসানুল আরফাত তোষার, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল হাসান অপু, সালমান সোলাইমান, জিয়াউল হামনাত ফারহাদ, প্রিন্স ওমর ফারুক, মহিন উদ্দিন, আবু বক্কর চৌধুরী মহিন, নজিবুল করিম মুন্সি, মোজাম্মেল হক অভি, এমদাদুল্লাহ্ আনসারী, মো. ইমরান প্রমুখ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।