চট্টগ্রাম: ১৫৩ বছরের পুরোনো সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিহাস-ঐতিহ্যের এই ভবনটি অবিকল ঠিক রেখে সংস্কারের বিষয়টি উপস্থাপনের জন্য রেলওয়ের পক্ষ থেকে কনসালটেন্সি ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের উপস্থিতিতে ‘সিআরবি ভবন’ সংস্কার বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিটিশ স্থাপত্য ঠিক রেখে সংস্কার করা হবে; যেটা যে অবস্থায় আছে, সেই অবস্থা ঠিক রেখে সিআরবি ভবন সংস্কার করা হবে। এই বিষয়ে কনসালটেন্সি ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তারা টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন। ব্রিটিশ স্থাপত্যের সবকিছু ঠিক রেখে তারা যেভাবে পরামর্শ দেবেন সেইভাবেই সংস্কার করা হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহাবুব উল করিম বলেন, সিআরবি ভবন সংস্কার করা হবে। সচিব (রেল সচিব ফাহিমুল ইসলাম) শুক্রবার সকালে জিএম অফিস পরিদর্শন করেছেন। এরপর সিআরবি ভবন সংস্কারে কনসালটেন্সি ফার্মের প্রেজেন্টেশন দেখেছেন। প্রেজেন্টেশনটি ঢাকা রেল ভবনে দেখানো হবে।
বিই/টিসি