ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

টিসিবির পণ্য কিনতে গিয়ে ট্রাকচাপায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, আগস্ট ২১, ২০২৫
টিসিবির পণ্য কিনতে গিয়ে ট্রাকচাপায় নিহত ১ ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন রাজাপুকুর লেইনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রির সময় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত রণজিৎ কর্মকার (৭০) স্বর্ণের গহনার কারিগর। তিনি রাজাপুকুর লেইনে ভাড়া বাসায় থাকতেন।
 

বিকেল সাড়ে তিনটার দিকে টিসিবির পণ্য বিক্রির পরিবেশক প্রতিষ্ঠান (ডিলার) মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাক রাজাপুকুর লেইনে ঢোকে। ট্রাকটি অন্যান্য সময়ের মতো গলির ভেতরে অপেক্ষাকৃত উঁচু স্থানে পার্কিংয়ের জন্য এগোচ্ছিল। এ সময় অপেক্ষমাণ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ট্রাক অনুসরণ করে লাইনে দাঁড়াতে দৌড়াতে থাকেন। ট্রাকটি হঠাৎ নিচের দিকে নেমে যেতে থাকলে লোকজনের হুড়োহুড়ির মধ্যে ধাক্কা খেয়ে রণজিৎ রাস্তায় পড়ে পিষ্ট হন।  

তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানিয়েছেন,  টিসিবির ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।