ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক হত্যার দ্রুত বিচার চেয়ে পটিয়ায় মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, আগস্ট ১০, ২০২৫
সাংবাদিক হত্যার দ্রুত বিচার চেয়ে পটিয়ায় মানববন্ধন ...

চট্টগ্রাম: গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে পটিয়া পোস্ট অফিস এলাকায় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে পটিয়া প্রেসক্লাব।

মানববন্ধনে বক্তারা তুহিন হত্যার দ্রুত বিচার, নিহতের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তাঁদের অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা বেড়েই চলেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিচার হয় না।

এতে দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

পটিয়া প্রেসক্লাবের আহ্বায়ক নুর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহমদ উল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আলী হোসাইন, পটিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল কান্তি দে,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদোয়ান সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, পৌর এলডিপির সদস্য সচিব মুজিবুর রহমান টুসু, কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা আবদুল বারেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেকুর রহমান, সভাপতি মাহমুদুল হক, সাংবাদিক আবদুর রাজ্জাক, শফিউল আজম, রবিউল আলম ছোটন, কাউসার আলম, ওবায়দুল হক পিবলু, সুজিত দত্ত, ফারুকুর রহমান বিনজু, পটিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশরাফুল ইসলাম তৌকির, তালহা রহমান, ইসলামী ছাত্র শিবিরের পটিয়া শহর শাখার সাহিত্য সম্পাদক আবির হোসেন, সাবেক ছাত্রনেতা তারেক সহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দিনের আলোয় একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা শুধু সাংবাদিক সমাজ নয়, গোটা জাতির জন্য লজ্জাজনক। এটি শুধু ব্যক্তিকে হত্যা নয়, গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের অধিকার ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের ওপর হামলার বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হবে। তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সংবাদকর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।